Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত

গতকাল (১১ ডিসেম্বর, ২০২১) স্টামফোর্ড আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান ২০২১ সফলভাবে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস সিদ্ধেশ্বরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস ওবায়দুল হাসান, বিচারপতি, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এ এম আমিন উদ্দিন, এ্যটর্নি জেনারেল বাংলাদেশ এবং কাজী মো. নজিবুল্লাাহ হিরু, চেয়ারম্যান লিগ্যাল এডুকেশন কমিটি, বাংলাদেশ বার কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী। অতিথিরা নতুন আইনজীবীদেরকে ক্রেস্ট ও গাউন দিয়ে সংবর্ধিত করে। 

এ বছর বার কাউন্সিল কর্তৃক পরিচালিত আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগ হতে সফলতার সাথে ২০০জন কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আইনজীবীগণের এই সাফল্য উদযাপন করা হয়। 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন অনুষদের ডীন ব্যারিসটার সাজ্জাদ হোসেন এবং আইন বিভাগের সকল শিক্ষক, বর্তমান ছাত্র- ছাত্রীবৃন্দ।