Home      News

News

 

Share This:

 

 

 

News

লোক প্রশাসন বিভাগের ৮৩তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান

২৮ অক্টোবর, ২০২৪ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর লোক প্রশাসন বিভাগ ৮৩তম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। লোক প্রশাসন বিভাগের বিভাগের চেয়ারম্যান ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। তিনি ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লোক প্রশাসন বিভাগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ইউনিভার্সিটি বিভিন্ন দিক নির্দেশনা মূলক উপদেশ দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, লোক প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।