Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ডে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গতকাল (২১ ফেব্রæয়ারি, ২০২০) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন-এর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
গত ২০ ফেব্রæয়ারি, ২০২০ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অবদান ও ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী-র সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত সচিব ও মাগুরা সদর ও শ্রীপুর থানার মুজিব বাহিনীর প্রধান (যুদ্ধকালীন) মো: আবুল খায়ের। এছাড়া বক্তব্য রাখেন স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, এমিরেটাস প্রফেসর এম. ফিরোজ আহমেদ এবং প্রক্টর আ.ন.ম. আরিফুর রহমান।
এতে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।