Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ।

১o মার্চ,২০২৫ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান ,উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া এবং বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য রুমানা হক রিতা।

 বক্তারা সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় ৩ শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়ন এবং সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মাননীয় চেয়ারম্যান বলেন এ বিযয়টি নিয়ে কথা বলতে আমার খারাপ লাগছে এবং তিনি নারী নির্যাতনের জন্য পোষাককে দায়ী করা ব্যাক্তিদের তীব্র সমালোচনা করেন। মাননীয় উপাচার্য বলেন আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা আগামী তিন মাসের মধ্যে আছিয়ার বিচারকার্য সম্পন্নের সেই বাস্তবায়ন চাই।

বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে, কবিতা পাঠে ও বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ও ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড দাবী করেন। 

এছাড়াও  সমাবেশ আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি র‍্যালি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, এ রকম বিভিন্ন দাবি লেখা ছিল শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টারে; কণ্ঠেও ছিল একই স্লোগান।