Home      News

News

 

Share This:

 

 

 

News

‘স্টামফোর্ড আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব’ অনুষ্ঠিত

''মুক্তির আকাশে মেলি সৃষ্টির ডানা''-এই ¯েøাগান নিয়ে 'স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম' স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দুইদিন ব্যাপী 'স্টামফোর্ড আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২০' আয়োজন করে।
অনুষ্ঠানের সমাপনী দিনে ৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আলী নকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নাটক ও চলচ্চিত্র নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ এবং স্বনামধন্য ও জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ। আলোচনা শেষে অতিথিগণ প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
উৎসবের প্রথম দিন ৬ ফেব্রæয়ারি, ২০২০ অনুষ্ঠিত হয় আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে বিচারকমÐলীতে উপস্থিত ছিলেন স্বনামধন্য আবৃত্তিকার ও নাট্যনির্দেশক ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার ও নাট্য নির্দেশক মীর বরকত এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ।
উৎসবটির সার্বিক সহযোগিতায় সেভেন রিংস সিমেন্ট এবং মিডিয়া পার্টনার রেডিও আমার।