Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ডের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল ৩১ অক্টোবর ২০২২ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ -এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর ৫ম মৃত্যুবার্ষিকী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. আবদুল জলিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর ডীন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ করেন ট্রাস্টিজ বোর্ডের সদস্য জনাব এস.এম. ইলিয়াস ও রুমানা হক রিতা, বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. জিয়াউল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।