Home      News

News

 

Share This:

 

 

 

News

সৈয়দ শামসুল হক স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের আয়োজন

আজ ২৭ সেপ্টেম্বর’২২ বিকেল ৩টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়ান দিবস উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দ শামসুল হকের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। তিনি বলেন, "একই সাথে গল্প, কবিতা, উপন্যাস, চিত্রকলা, নাটক, চলচ্চিত্র, গানরচনা এবং সর্বপরি দেশ ও দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আজীবন কাজ করে গেছেন এই মহান শিল্পী।" চলচ্চিত্র পরিচালক মতিন রহমান বাংলা চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক ও সম্পাদক হিসেবে তাঁকে আখ্যায়িত করেন।

শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং দীর্ঘকবিতা ‘পরাণের গহীন ভেতর’ এবং তাঁর রচিত গানসমূহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের কনভেনর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক জাকিয়া নূর মিতু।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ ইউনুছ মিয়া বলেন, একটি দেশ ও জাতিকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সে দেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ। তিনি বলেন, সৈয়দ শামসুল হকের কর্মজীবন নিয়ে সাহিত্য ফোরামের এই আয়োজন আমাকে আপ্লুত করেছে।

এসময় ফোরামের উপদেষ্টা খ্যাতিমান আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায় ও কবি সাকিরা পারভীন, প্রক্টর এ. এন. এম. আরিফুর রহমান এবং ফোরামের প্রাক্তন সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘বাক-উৎকর্ষ ও সংবাদ উপস্থাপনা শীর্ষক’ কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ফোরামের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় । সবশেষে সঙ্গীত পরিবেশন করে আর্টিকেল ব্যান্ডের শিল্পীরা।