Home      News

News

 

Share This:

 

 

 

News

২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ‘এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালায় দিনব্যাপী বায়ু, পানি ও শব্দ দূষণের নানাদিক সম্পর্কে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোচনা করা হয় এবং বায়ু, পানি ও শব্দ দূষণের পরিমাপ ও বিশ্লেষনের জন্য সংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারের উপর বিস্তর প্রশিক্ষণ দেওয়া হয়।  

কর্মশালা উদ্বোধন করেন স্টামর্ফোড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। প্রশিক্ষক হিসাবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং পরিবেশ বিজ্ঞানের সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম। নদী বিষয়ক আলোচনায় ছিলেন নদী গবেষক, লেখক এবং রিভারাইন পিপল-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শেখ রোকন। কমর্শালাটির সমপনী বক্তব্য প্রদান করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার মোহাম্মদ আবুদল মতিন এবং কর্মশাটির সার্বিক তত্তাবধায়ন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং ক্যাপস এর গবেষনা প্রধান আব্দুল্লাহ আল নাঈম।