Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত

৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান ও ফিল্ম অ্যাণ্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী প্রেরিত এক বার্তায় বিষয়টি জানা যায়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, এমিরিটাস অধ্যাপক ড. মো. ফিরোজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক বি.সি.বসাক, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেন । এরপর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। 

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালিত হয়ে আসছে দিবসটি। বিশ্বের প্রায় ১০০টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage’। কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পুরণ বৈশ্বিক অপরিহার্যতা।