Home      News

News

 

Share This:

 

 

 

News

জাতিসংঘের কপ-২৬ সম্মেলনে স্টামফোর্ডের সায়েন্স ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এর অংশগ্রহণ

জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবেলা হল ২১ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হতে পারে জলবায়ু বিপর্যয় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট। এই বিপর্যয় হতে মানব জাতির মুক্তির উত্তরণের জন্য জাতিসংঘের নেতৃত্বে স্কটল্যান্ডের সবচেয়ে জনবহুল ও যুক্তরাজ্যের চতুর্থ জনবহুল নগরী  গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে কপ-২৬ সম্মেলন। সম্মেলনে ১২০টি দেশের সরকার প্রধানগণ এবং তাদের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে  যোগদান করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। 


কুটনৈতিক ব্যক্তিগণ ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন  দেশ থেকেব আগত ছাত্র-শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক সহ নানা পেশার মানুষ। উক্ত সম্মেলন যুক্ত হয়েছেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজ্ঞান অনুষদের ডিন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। বায়ুমন্ডলীয় দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে অধ্যাপক ড. কামরুজ্জমান দীর্ঘ দিন কাজ করছেন, এজন্য তিনি বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) প্রতিষ্ঠা করেন। আশা করা যাচ্ছে জাতিসংঘের আয়োজিত এই সম্মেলন হতে আহরিত জ্ঞান ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে তিনি দেশের জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে কাজ করে যাবেন।
কপ-২৬ সম্মেলন গত ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।