News

গত ২৫ মে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে স্টামফোর্ড ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সস্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন স্টামফোর্ড ডিবেট ফোরামের কনভেনর এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক।
প্রতিযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটির সব বিভাগ থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে। যেখানে বাংলা সেগমেন্ট চ্যাম্পিয়ন হয় সাংবাদিকতা বিভাগ এবং রানারআপ হয় আইন বিভাগ। এছাড়া ইংরেজি সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক বিভাগ এবং রানারআপ হয়েছে অণুজীববিজ্ঞান বিভাগ। এই প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম হাসান। বিতর্ক শেষে সবার হাতে পুরস্কার তুলে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবং ডিবেট ফোরামের কনভেনর ড. ওমর ফারুক। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা যুক্তি, দর্শন, রাজনীতি, অর্থনীতি এবং মানবিক ইস্যুগুলোর উপর চমৎকার উপস্থাপনা করেন।