Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত

“আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস-২০২২” উদযাপন উপলক্ষে, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২২ বৃহস্পতিবার সকাল ০৯.০০ ঘটিকায় সিদ্বেশরী রোড থেকে বেইলী রোড পর্যন্ত একটি শোভাযাত্রা শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটির অডিটোরিয়ামে একটি সেমিনার এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (১৫ সেপ্টেম্বর ২০২২) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোওয়ারী বলেন, “আমরা সবসময় পরিবেশ মহামারির মধ্যে বসবাস করছি। পরিবেশ দূষণ কমানোর জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা সোচ্চার নই। সরকারি এবং বেসরকারি উভয় পক্ষই বৈশ্বিক উন্নত দেশের দূষণকারী থেকে আমারা ক্ষতিপূরণ আদায় করতে পারছি না। স্থানীয়ভাবে আমরা যে পরিমাণ দূষণ করছি তা ধারনার বাহিরে। আমাদের দেশে রোগীর সংখ্যা বিশেষভাবে ক্যান্সার এবং কিডনী রোগী বাড়ছে। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে কিডনী রোগী হবে ৫০ লাখ।“

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজ্ঞান অনুষদের ডীন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, ইস্টার্ণ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শহিদ আখতার হোসেন; ইউএসএআইডি পক্ষে আশরাফুল হক; ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর পক্ষে জাস্টিন গ্রীণ এবং ড. আবু মোস্তফা কামাল উদ্দিন।  সেমিনারে আলোচক হিসাবে আরো বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সহকারী অধ্যাপক ড. মাহমুদা পারভীন ও সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম; বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মারুফা গুলশাল আরা এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ ফেলো হুমায়ূন কবির।