Stamford University Bangladesh
Home      News

News

 

Share This:

 

 

 

News

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৩ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান-এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. এন. এম. আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ম এণ্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।