Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ ৫ জানুয়ারি, ২০২৫ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ ২০০২ সালে জানুয়ারি মাসে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তাঁর স্বপ্ন ছিলো বাংলাদেশে স্বল্প খরচে বিশ্বমানের বৈষম্যহীন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
জ্ঞান ভিত্তিক মেধাবিকাশ, উন্মুক্ত চিন্তা-চেতনার বিস্তার ও জ্ঞানভিত্তিক চর্চার কেন্দ্র বিন্দু হলো মূলত ইউনিভার্সিটি। আধুনিক ও তথ্যপ্রযুক্তির এ যুগে বৈশ্বিক চাহিদার আলোকে দক্ষ জনশক্তি তৈরি করা এবং নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যাতে সম্পৃক্ত হতে পারে, সে-সব দ্বারগুলো উন্মোচন করাই হলো স্টামফোর্ড ইউনিভার্সিটি’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর সবার অংশ গ্রহণে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, এমিরেটাস অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কাজী আবদুল মান্নান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগন, শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।