News

শ্রদ্ধায় ও ভালোবাসায় চিরবিদায় ফাতিনাজ ফিরোজ
সম্মানের সঙ্গে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস ফাতিনাজ ফিরোজ । শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে যখন লাশবাহী গাড়ি আসে; তার পূর্বেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সর্বস্তরের মানুষের ঢল নেমে আসে।
সকাল ১১টায় জানাযার পূর্বে ইউনিভার্সিটির পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে স্মৃতিচারণ করেন। বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে সন্মানিত সদস্য জনাব ইলিয়াস মিরন বক্তব্য রাখেন। তারপর নামাজে জানাযা ও মরহুমার আত্নার মাগফিরাত কামনায় দোয় করা হয়।
জানাযা শেষে বোর্ড অব ট্রাস্টিজ, মাননীয় উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ফিল্ম এণ্ড মিডিয়া বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, ফোরাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাদ জুম’আ ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। সেখানেও রাজনৈতিক, পারিবারিক, সামাজিক সর্বস্তরের মানুষ মরহুমার আত্নার মাগফিরাত কামনা করেন। সর্বশেষ বিকাল ৩:৩০ টায় বনানী কবরস্থনে তার দাফন সম্পন্ন হয়।