News

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটির উদয় ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বিজয়ের মহামুহূর্তটি সূচিত হয়েছিল আজকের এই দিনে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া। পতাকা উত্তোলন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় এছাড়াও স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ক্যাম্পাসে বর্ণাঢ্য এক বিজয় র্যা লি বের করা হয়। মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়ার নেতৃত্বে এই বিজয় র্যালি ক্যাম্পাস চত্বর পদক্ষিন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ।