News

মাইক্রোবায়োলজি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান
৮ নভেম্বর, ২০২৪ তারিখে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আয়োজিত হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মাদ আব্দুল মতিন, সাইন্স অনুষদের ডিন ড. কামরুজ্জামান মজুমদার এবং প্রক্টর ড. মৃত্যুন্জয় আচার্য।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন মাইক্রোবায়োলজি বিভাগের দুই কো-অর্ডিনেটর ড. তামান্না জেরিন ও কমল কান্ত দাস। তাদের বক্তব্যে মাইক্রোবায়োলজি বিভাগের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ব্যক্তিগত বিকাশে বিভাগের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের গবেষণা ও কর্মজীবনে সফলতার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন যে এই দিকনির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন অতিথি, শিক্ষক এবং আয়োজক ব্যাচ (MBO 74, 75, 76) ও সকল স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য আমন্ত্রণ জানান।
দ্বিতীয় পর্বে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
এমন একটি সফল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যম ও সৃজনশীলতা আরও বিকশিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।